ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ইট বৃষ্টির মধ্যেও বীরের বেশে ছুটে গেলেন নারী ইউএনও!

প্রকাশিত: ০৯:৫০, ২৪ জানুয়ারি ২০২৫

ইট বৃষ্টির মধ্যেও বীরের বেশে ছুটে গেলেন নারী ইউএনও!

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির বিবাদমান দুই পক্ষের সংঘর্ষ থামাতে অসাধারণ সাহসিকতা দেখিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন। বুধবার বিকেলে দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের সময় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সংঘর্ষস্থলে ছুটে যান তিনি। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা ও বিএনপির নেতারা তার এমন সাহসিকতাকে প্রশংসা করেছেন।

জানা যায়, উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করলে প্রশাসন বিকেলে ১৪৪ ধারা জারি করে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে ইউএনও রনী খাতুন ঘটনাস্থলে ছুটে যান এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্য আহত হলেও তিনি সাফল্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও রনী খাতুন জানান, সংঘাত দ্রুত থামানো জরুরি ছিল এবং এ কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। তার সাহসিক ভূমিকা সাধারণ মানুষসহ সংশ্লিষ্টদের মধ্যে প্রশংসিত হয়েছে। তিনি সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্রঃ কালবেলা

লিংকঃ https://youtu.be/GwahVIMCNqs?si=XEbcEtLq3HaXeutM

মারিয়া

×