ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

মুজিববাদ শুনেছি,জিয়াবাদ শুনিনাই

প্রকাশিত: ০৯:০২, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:০৩, ২৪ জানুয়ারি ২০২৫

মুজিববাদ শুনেছি,জিয়াবাদ শুনিনাই

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বলছে এ দেশের “জিয়াবাদ” প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে দেশে কেউ কখনো বিতর্ক করেনি। বরং বিতর্ক সৃষ্টি করলে এ দেশের জনগণ সেটি ভালোভাবে গ্রহণ করবে না।

রাশেদ খান বলেন প্রেসিডেন্ট এ জিয়াউর রহমান একজন সৎ নেতা ছিলেন। বাংলাদেশ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে তখন বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বসিয়েছিল।রাশেদ খান আরো যুক্ত করেন দেশে সর্বোচ্চ ক্ষমতায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনি এমনি বসতে পারেনি তার যোগ্যতার ভিত্তিতে তিনি এই জায়গাটি অর্জন করেছিলেন। ছিলেন স্বাধীনতার ঘোষক। রাশেদ খান মনে করেন ওই সময় যদি একজন সেনাক কর্মকর্তা এভাবে যুদ্ধের ঘোষণা না দিতেন তাহলে বিষয়টাকে ঠিকযুদ্ধ মনে হত না।

জিয়াউর রহমান যে সাহসী ভূমিকা রেখেছিলেন এ কারণে পরবর্তীতে নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। এরকম একজন সৎ নেতাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে নাগরিক কমিটির কেউ কেউ।তারা বলছে এদেশে কখনো “জিয়াবাদ” প্রতিষ্ঠা করা যাবে না।

রাশেদ খান মনে করেন,প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক করা মানে এই অভ্যুত্থানকে বিফলে নিয়ে যাওয়া। তিনি আরো যুক্ত করেন ,প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোন ধরনের বক্তব্য তাদের উচিত হবে না।জামায়াত কিংবা গণধিকার পরিষদ- কোন দলকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ ধরনের মন্তব্য করা উচিত হবে না।

রাশেদ খান বলেন জাতীয় নাগরিক কমিটির আহবায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে বিতর্ক তৈরি করলো সেটা আসলে একটি বালক সুলভ আচরণ।এরকম উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা একেবারে উচিত হয়নি।

রাশেদ খানের  মতে বাংলাদেশের “জিয়াবাদ” শব্দই কেউ জানে না,এই শব্দ নতুন আবিষ্কার করেছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। রাশেদ খানের ভাষণ এরকম বক্তব্যের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির বিএনপিকে একটি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করেছেন।

রাশেদ খান মনে করেন জাতীয় নাগরিক কমিটির অভ্যুত্থানের একটি অংশ যেরকম অভ্যুত্থানে ভূমিকা রেখেছে জামায়াত,গণধিকার পরিষদ এবং বিএনপি।

এরকম উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তো ভেঙে যাবেই বরং তাদের মধ্যে বিভেদ আরো বিভেদ বৃদ্ধি পাবে। 

একটি দায়িত্বশীল জায়গা থেকে এরকম বক্তব্য দেওয়া আর উচিত হবে না বলেন রাশেদ খান।জিয়াবাদ শব্দটির জন্য জাতীয় নাগরিক কমিটিকে জবাবদিহি করতে হবে বলছেন রাশেদ খান।

 

সূত্র:https://tinyurl.com/yb3xhy9v

আফরোজা

×