ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আন্দোলনের ডাক দিয়ে মাঠ ছাড়া নেতারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে

প্রকাশিত: ০০:০৩, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:০৭, ২৪ জানুয়ারি ২০২৫

আন্দোলনের ডাক দিয়ে মাঠ ছাড়া নেতারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি পৃথক পোস্টে বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক পোস্টে তিনি উল্লেখ করেন, “যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেতো, তারাই এখন আঁতাতের রাজনীতি ও ভারতনির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। দীর্ঘ দেড় যুগ ধরে কারা কার সাথে ব্যবসা করেছে এবং গ্রেপ্তারের পর কার জন্য তদবির করেছে, সেই সমস্ত তথ্য আমাদের কাছে আছে।”

অন্য আরেক পোস্টে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, “সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।”

দ্রুত বিকল্প সমাধান খোঁজার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে বরং এর বিকল্প বের করতে হবে, এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।”

হাসনাত আব্দুল্লাহর এই পোস্টগুলো রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আঁতাতের রাজনীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে তার মন্তব্য ঘিরে।

সায়মা ইসলাম

×