ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

গণ-অভ্যুত্থানের সুযোগ নষ্ট করেছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ২৩:৫১, ২৩ জানুয়ারি ২০২৫

গণ-অভ্যুত্থানের সুযোগ নষ্ট করেছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে তার উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, যে বিএনপি আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব না থাকার কথা বলছে, তা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

 

হাসনাতের ভাষ্যমতে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম, খুন এবং গণহত্যার মাধ্যমে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এতসব অন্যায়-অনাচার ও যুলুম-নিপীড়নের দায় এড়িয়ে বিএনপি তাদের রাজনৈতিক বিরোধী দলকে যে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে, তা খুবই মর্মান্তিক।

হাসনাত বলেন, আওয়ামী লীগ বিগত তিনবারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে, আর এই কারণেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ বর্জন করতে বাধ্য হয়েছে। গণ-অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের সুযোগ আসলেও বিএনপি তার সদ্ব্যবহার করেনি এবং ওয়ান ইলেভেনের সরকারের ফর্মূলার দিকে মনোযোগ দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

তার মতে, গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারটির ম্যান্ডেট সাধারণ নির্বাচনের চেয়ে বেশি ছিল। এছাড়া হাসনাত আব্দুল্লাহ নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগের প্রতি বিএনপির শীর্ষ নেতাদের উদ্বেগ এবং শঙ্কার বিষয়টিও তুলে ধরেন, যেখানে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশকে মেনে নিলেও ছাত্র-জনতার সম্মিলনে নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা ব্যাহত করতে চাইছে।

তাবিব

×