ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০টি থানা কমিটি গঠন করেছে। জানুয়ারির মধ্যে এই সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে।
তিনি আরও জানান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে সক্রিয়ভাবে কাজ করছে।
জাফরান