ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন সলিমুল্লাহ খান

প্রকাশিত: ২২:৪৩, ২৩ জানুয়ারি ২০২৫

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন সলিমুল্লাহ খান

ছবি: সংগৃহীত

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর বিজয়ীদের তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এ বছর ১০টি ক্যাটাগরিতে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

 

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

কবিতা: মাসুদ খান

কথাসাহিত্য: সেলিম মোরশেদ

প্রবন্ধ বা গদ্য: সলিমুল্লাহ খান

শিশুসাহিত্য: ফারুক নওয়াজ

গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া

বিজ্ঞান: রেজাউর রহমান

মুক্তিযুদ্ধ: মোহাম্মদ হাননান

ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। ১৯৬০ সালে এই পুরস্কার প্রবর্তিত হয়। সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

 

তাবিব

×