৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, বিএসএফ কে শায়েস্তা করার জন্য আমিই যথেষ্ট। যখন আপনাদেরকে আমার প্রয়োজন হবে আমিই আপনাদেরকে ডাকবো।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম কিবরিয়া বলেন, কিন্তু আমি না ডাকলে আপনারা ভিড় করে শুধু শুধু আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না।আমাদের কাছে অস্ত্র আছে,আমাদের ট্রেনিং আছে, সবচেয়ে বড় বিষয় আমাদের মনোবল আছে। আমাদের পেছনে ১৮ কোটি মানুষ আছে।
বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া আরও বলেন, সীমান্তবাসী মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করে আরামে ঘুমাতে পারবেন। আমরা তাদের ধরে পুলিশকে দিয়ে শায়েস্তা করব এবং সীমান্ত সুরক্ষিত রাখব। বিজিবি সবার নিরাপত্তা নিশ্চিত করবে। পাঁচশ বা এক হাজার টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না।
সূত্র: https://www.youtube.com/watch?v=e4Ps5f9U8CE
আশিক