ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সরকার!

প্রকাশিত: ২১:৫৭, ২৩ জানুয়ারি ২০২৫

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সরকার!

সৈয়দা রিজওয়ানা হাসান

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।  

তিনি স্পষ্ট করে বলেন, “সরকারের কোনো সদস্য রাজনৈতিক দলের কার্যক্রমে যুক্ত থাকলে তা আমাদের নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। তাই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে সংশ্লিষ্ট উপদেষ্টা সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।”  

পরিবেশ উপদেষ্টা আরও দাবি করেন, সরকার নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করছে না।  

এদিকে, প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকারের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন সরকারের এই মুখপাত্র।  

সূত্র: https://www.youtube.com/watch?v=tTOPrRdwXVU&t=8s

আশিক

×