আজ শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন
সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। পেজ দুটি হলো Criminals-DU এবং Department of Baksha। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন তিনি।
এজাহারে সারজিস আলম উল্লেখ করেন, সংশ্লিষ্ট দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট এবং কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এর ফলে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসব ভিত্তিহীন প্রচারণা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি মানসিক চাপ ও চরম মানহানির শিকার করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ফেসবুকে সারজিস আলমের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং কন্টেন্ট পোস্ট করার কারণে তিনি এ মামলা করেছেন। এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করবে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে বলে জানান তিনি।
সায়মা ইসলাম