ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

৪৩তম বিসিএস

দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের প্রজ্ঞাপন এখনো ঝুলে আছে

প্রকাশিত: ১৭:১৮, ২৩ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের প্রজ্ঞাপন এখনো ঝুলে আছে

ছবি: সংগৃহীত।

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের বিষয়ে পুনরায় তদন্ত করা হয়। মোপাতে সর্টিং এবং সিনিয়র সচিবের স্বাক্ষর শেষে ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয় গত রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫।

তবে প্রধান উপদেষ্টা তার ব্যস্ত সূচির কারণে এবং সুইজারল্যান্ড সফরের আগে ফাইলটি স্বাক্ষর করতে পারেননি। ফলে এখনো প্রজ্ঞাপনটি ঝুলে আছে।

গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮৯৬ জনের যোগদান সম্পন্ন হলেও, এই ২২৭ জনের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তারা এবং তাদের পরিবার এ অবস্থায় মারাত্মক মানসিক চাপের মধ্যে রয়েছেন।

প্রার্থীরা আশা করেছিলেন, গত সপ্তাহে প্রজ্ঞাপনটি জারি হবে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরে আগামী ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করবেন। এতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যোগদান প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাদ পড়া প্রার্থীরা এবং তাদের পরিবার।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার কারণে এই ২২৭ জন প্রার্থী বর্তমানে হতাশা এবং অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

সায়মা ইসলাম

×