সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে চায় না বাংলাদেশ,বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বলেন, WHO তে পুতুলের নিয়োগ নিয়ে শুরু থেকেই আলোচনায় এবং সমালোচনা ছিল।ডব্লিউ এইচ ও তে পরিচালক পদ পাবার জন্য পুতুলের যোগ্যতা নিয়ে ছিল সকলের মনে প্রশ্ন।তিনি আরো বলেন আগামীতে এই পদে নিয়োগ নিয়ে মানদন্ড তৈরি করবেন ডব্লিউ এইচ ও (WHO)।
গত ১৫ বছরে ডাব্লিউ এইচ ও সহ রাষ্ট্রীয় নানা সফরে শেখ হাসিনার সফর সঙ্গী হন সায়মা ওয়াজেদ পুতুল। এখন প্রশ্ন উঠছে রাষ্ট্রীয় সফরে সায়েমা ওয়াজেদ পুতুলের উপস্থিতি এবং এর খরচ নিয়ে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালকের পথ থেকে অব্যাহতি দিতে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে দুদক।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথেও রাষ্ট্র যোগাযোগ করেছে। ২০২৪ সালে ১১ ভোটের মধ্যে ৮ ভোট পেয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
সূত্র:https://tinyurl.com/mpmvcpke
আফরোজা