ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

পাকিস্তান-বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক তৈরির অভিযোগ ভারতের!

প্রকাশিত: ১০:০৬, ২৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তান-বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক তৈরির অভিযোগ ভারতের!

ছবি: ইন্টারনেট

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের বাংলাদেশ সফর করেছে বলে উল্লেখ করা হয় ভারতের মূলধারার সংবাদপত্র এবং মিডিয়াগুলোতে। এই সফর ভারতের পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্তে নিরাপত্তা সম্পর্কিত নতুন উদ্বেগ সৃষ্টি করেছে বলেও জানা যায় সংবাদগুলোতে।

প্রতিবেদনে উল্লেখ আছে, মালিক মঙ্গলবার দুবাই হয়ে ঢাকায় পৌঁছান এবং তাকে স্বাগত জানান বাংলাদেশের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ফাইজুর রহমান। ফাইজুর রহমানের পাকিস্তান ও ইসলামপন্থীদের সাথে সম্পর্কের অভিযোগের কথা উল্লেখ করা হয় ভারতের বেশ কয়েকটি মিডিয়ায়, বিশেষ করে ইকোনমিক টাইমস, দ্য হিন্দু, এবং এনডিটিভি-তে।

প্রতিবেদনে অভিযোগ তোলা হয়, মালিকের এই সফরের উদ্দেশ্য পাকিস্তান ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করা, যা ভারতের বিরুদ্ধে সীমান্ত পাড়ি দিয়ে নাশকতা কার্যক্রম পরিচালনা করতে পারে। এই খবরটি বিশেষভাবে ভারতের আনন্দবাজার পত্রিকা-তে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মালিকের সফরের সাথে সাথে কিছুদিন আগে বাংলাদেশের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সাথে ইসলামাবাদে সাক্ষাৎ করেন, যা ভারতীয় মিডিয়ায় বেশ গুরুত্ব পেয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ আছে, সম্প্রতি, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসান পাকিস্তান সফর করেছেন। ইসলামাবাদে তার বৈঠকগুলোতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্ব এবং "বহিরাগত প্রভাবের" বিরুদ্ধে তাদের সম্পর্ক শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়।

সূত্র: ইকোনমিকস টাইম

নাহিদা

×