ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

সৌমিত্র দস্তিদার

মারটা আপনি আওয়ামী লীগের কারণে খেয়েছেন, ধর্মের কারণে নয়

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:০০, ২৩ জানুয়ারি ২০২৫

মারটা আপনি আওয়ামী লীগের কারণে খেয়েছেন, ধর্মের কারণে নয়

ছবিঃ সংগৃহীত

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার সম্প্রতি একটি সাক্ষাৎতকার মন্তব্য করেন যে, বাংলাদেশে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা ধর্মীয় নয়, বরং রাজনৈতিক সহিংসতার ফল। তিনি বলেন, "মারটা আপনি আওয়ামী লীগের কারণে খেয়েছেন, ধর্মের কারণে নয়।"

সৌমিত্র দস্তিদার উল্লেখ করেন, "আমি যশোরের সংখ্যালঘু অধ্যুষিত ছিয়ানব্বই গ্রামে গিয়েছি, বরিশালের বড় শ্মশানে গিয়েছি, সিরাজগঞ্জেও গিয়েছি। তবে যেসব নির্যাতনের কথা বলা হচ্ছে, তা সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে। রামায়ণ বা রামের ভক্তি বিষয়টি একান্ত ব্যক্তিগত। কিন্তু রামকে সাম্প্রদায়িক চর্চার কেন্দ্রে এনে একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা হয়েছে।"

তিনি একটি উদাহরণ টেনে বলেন, ধরেন আমি আর আপনি, আমি আওয়ামী লীগের সাথে ওতোপ্রোতভাবে যুক্ত ছিলাম, নেতা ছিলাম, আমি অনেক গোলমাল করেছি, আপনিও একই কাজ করেছেন, আমাকেও মারা হয়েছে, আপনাকেও মারা হয়েছে, কিন্তু এটা পলিটিকাল ভায়োলেন্স, নিশ্চয়ই কাউকে মারার প্রসঙ্গে আমি যাচ্ছিনা, মেরে ফেলাটা কোন ভালো কাজ নয়, কিন্তু আমারটা আপনি বলছেন পলিটিকাল ভায়োলেন্স, আপনারটা বলছেন রিলিজিয়াস ভায়োলেন্স, একই আওয়ামী লীগের কারণে কিন্তু মারটা খেয়েছি, ধর্মের কারণে কিন্তু খাননি আপনি।আমাকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে এটি রাজনৈতিক সহিংসতা, যা ক্ষমতার দ্বন্দ্ব থেকে সৃষ্টি। কাউকে মারার পক্ষে আমি নই, তবে এ ঘটনা ধর্মীয় নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে।"

সৌমিত্র দস্তিদারের বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করতে চেয়েছেন যে, সাম্প্রদায়িকতার নামে অনেক ঘটনা প্রকৃতপক্ষে রাজনৈতিক সহিংসতার অংশ, যা ধর্মীয় প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত নয়।

তথ্যসূত্রঃ https://youtu.be/3Z7s2SOD30M?si=XavFb-4gWBIlDLPL

মারিয়া

×