ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ট্রাম্প সরকার বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইবে: ড. ইমতিয়াজ আহমেদ

প্রকাশিত: ০৯:২০, ২৩ জানুয়ারি ২০২৫

ট্রাম্প সরকার বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইবে: ড. ইমতিয়াজ আহমেদ

ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

ড. ইমতিয়াজ বলেন, "ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিতে পারে। ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকলে কিছুটা নমনীয়তা দেখা যেত, কারণ তাদের কিছু নীতিনির্ধারকের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।"

ট্রাম্প প্রশাসনের টুইটেও বাংলাদেশের প্রসঙ্গ এসেছে। নির্বাচনের আগে এবং পরে করা দুটি টুইটে সংখ্যালঘুদের ওপর বিশেষ নজর দেওয়ার বিষয়টি উঠে এসেছে। এটি ইঙ্গিত দেয় যে, ট্রাম্প সরকারের আগ্রহ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রভাব ও সংখ্যালঘুদের অবস্থা নিয়ে বেশি থাকবে।

তিনি আরও বলেন, "ট্রাম্প সরকারের নীতি ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে ঝুঁকতে পারে। এ কারণে বাংলাদেশের ওপর ডেমোক্রেটিক সরকারের মতো সমান গুরুত্ব নাও দেওয়া হতে পারে। তবে নির্বাচনের বিষয়ে মার্কিন প্রশাসনের চাপ আরও জোরালো হবে বলে আশা করা যায়।"

বিশ্লেষক মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক চাপ নতুন মাত্রা যোগ করতে পারে।

মারিয়া

×