ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম কমলো –পরিবহন খরচে স্বস্তি

প্রকাশিত: ০৭:০১, ২৩ জানুয়ারি ২০২৫

গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম কমলো –পরিবহন খরচে স্বস্তি

মূল্য সংযোজন করের পরিবর্তনের ফলে গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটোগ্যাস) এর দাম কমেছে।

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আদেশে জানায়, ভ্যাট হার পরিবর্তনের কারণে অটোগ্যাসের নতুন মূল্য প্রতিলিটার ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত।

মজুতকরণ পরবর্তী এলপিজির মূল্য ৫৩ টাকা ১৪ পয়সা এবং এর ওপর ৭.৫% ভ্যাট যোগ করে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের চূড়ান্ত মূল্য হবে ৬৬ টাকা ৮৫ পয়সা।

এর আগে, গত ১৪ জানুয়ারি এক আদেশে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।

রাজু

×