ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি কম্প্রোমাইজ করছে: হাসনাত

প্রকাশিত: ০৩:৫২, ২৩ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি কম্প্রোমাইজ করছে: হাসনাত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি কম্প্রোমাইজ করছে।"

তিনি এক বেসরকারি টেলিভিশনের আলোচনায় এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "যারা বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ছিলেন, বর্তমানে তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সমঝোতার মনোভাব দেখা যাচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে।"

তিনি আরো বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে যারা নির্যাতন-হত্যার সঙ্গে জড়িত, তাদের অনেককে এখন জামিন দেওয়া হচ্ছে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে তদবির করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক, কারণ তারা এক সময়ে ফ্যাসিবাদী সরকারের শোষণ ও নির্যাতনের শিকার হলেও এখন তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসায়িক সুবিধা পাচ্ছে।"

হাসনাত আব্দুল্লাহ আরো উল্লেখ করেন, "বর্তমানে, এমনকি বিরোধী দলের নেতাদের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে, যা বাংলাদেশের রাজনীতির জন্য হানিকর হতে পারে। বিএনপির মধ্যে অনেক নেতার মুখে আওয়ামী লীগের প্রতি সমঝোতার কথা শোনা যাচ্ছে, যদিও তাদের উচিত ছিল আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত পুনর্বাসনের বিরোধিতা করা।"

তিনি বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন রাজনৈতিক ধারার গঠন প্রয়োজন, এবং আওয়ামী লীগকে বিচার না করে পুনর্বাসন করা হলে সেটা জাতির প্রতি প্রতারণা হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/vD9yq7XNj9Y?si=kEF7znkCDiGS_fuq

এম.কে.

×