ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্লাটফর্ম না”

প্রকাশিত: ০০:২৬, ২৩ জানুয়ারি ২০২৫

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্লাটফর্ম না”

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে এক নারী শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন আইনি প্রক্রিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন মাঠে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। সংগঠনের এক নেতা তানযীদ মোহাম্মদ সোহরাব রেজা বলেন, তাদের আচরণ ছাত্রলীগের মতো। তারা ভিন্নমত সহ্য করতে পারছে না। আওয়ামী লীগের জায়গায় তারা নিজেদের বসাতে চায় কি না, সেটাও তাদের স্পষ্ট করতে হবে। মনে রাখতে হবে, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম কারো বাপের সম্পত্তি না। যদি এমন ভাবেন, তাহলে বুঝতে হবে আপনারাও টিকে থাকতে পারবেন না।

 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পেছনে থেকে কেউ কেউ আন্দোলনের সঙ্গে প্রতারণা করছেন। আমাদের ছাত্রলীগ, ছাত্রদল, শিবির কিংবা ছাত্র অধিকার পরিষদের ট্যাগ লাগিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এমন অভিযোগ ভিত্তিহীন। আমরা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অবস্থান তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু তারা আলোচনার বদলে হামলা চালিয়েছে।

 

সংঘর্ষে আহত আন্তা মীম, হাসিব মল্লিক, আল-আমীন তালুকদারসহ আরও কয়েকজন অভিযোগ করেন, সংগঠনের ভেতরে একটি গোষ্ঠী নিজেদের আধিপত্য বজায় রাখতে অন্যদের ওপর আক্রমণ করছে।

 

 

 

 

 

 

তাবিব

×