ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডাকে সরীসৃপ নয়

প্রকাশিত: ২৩:০২, ২২ জানুয়ারি ২০২৫

ডাকে সরীসৃপ নয়

সরীসৃপ

প্রাণী কল্যাণের স্বার্থে আগামী এপ্রিল মাস থেকে জাপানের ডাক বিভাগ জীবিত সরীসৃপ সরবরাহ করবে না। ডাক বিভাগের একজন মুখপাত্র বুধবার এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গ্রাহকরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রাণী অধিকার কর্মীরা অনলাইনে পরিষেবাটির সমালোচনা করেছেন।

খবর এএফপির তিনি বলেন, সরকারের সঙ্গে পরামর্শের পর আমরা বুঝতে পেরেছি- তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং খাবার পাওয়া যায় না যেখানে, সেই পরিবেশে প্রাণী পাঠানো নির্যাতনের শামিল হতে পারে।
ওই মুখপাত্র আরও বলেন, আগামী এপ্রিল থেকে জাপানের ডাক বিভাগ কোনো পার্সেল বা অন্যান্য ডাক পরিষেবায় সরীসৃপ পরিবহন বা সরবরাহ করবে না।

×