ছবি: সংগৃহীত
ফেসবুকে পোস্টের মাধ্যমে ঢাকা ক্লাবের কয়েকজন সদস্যের সদস্যপদ বাতিলের দাবি তুলেছেন পিনাকী ভট্টাচার্য।
তিনি তার পোস্টে লিখেছেন, "পিও ঢাকা ক্লাব। দাগ দেয়া মালগুলার সদস্যপদ বাতিল করেন। টাইম দিলাম। মিডিয়ারে জানাইবেন বাতিল কইরা। ধুনফুন করলে ক্লাবের পেচিডেনের বাসার সামনে কলে জিয়াফত দিমু।"
পিনাকী স্পষ্টভাবে ঢাকা ক্লাব থেকে সাংবাদিক ফারজানা রূপা, মাসুদা ভাট্টি, মুন্নী সাহা এবং নবনীতা চৌধুরীর সদস্যপদ বাতিলের দাবি করেছেন।
তবে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এম.কে.