প্রেস সচিব শফিকুল আলম
মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২২ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
তিনি বলেন, “গণহত্যার সমর্থক দল হিসেবে পরিচিত আওয়ামী লীগ এখনও মনে করে যে তারা নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে। আমি দুঃখিত, এটি অসম্ভব যদি না তারা মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ড ও অপহরণের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে।”
শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, “জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় নিরস্ত্র জনগণের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও স্পষ্ট।”
শফিকুল আলম দাবি করেন, আওয়ামী লীগ বিপুল অর্থ ব্যয় করে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর হত্যাযজ্ঞ এবং শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। তবে নতুন প্রজন্ম মানবাধিকার লঙ্ঘন এবং অতীতের ঘটনাগুলো নিয়ে অত্যন্ত সচেতন।
আশিক