ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পিনাকী ভট্টাচার্য

কাটছাঁটেও ২৫ হাজারে মাস চলেনা তিনজনের সংসারে

প্রকাশিত: ২১:২১, ২২ জানুয়ারি ২০২৫

কাটছাঁটেও ২৫ হাজারে মাস চলেনা তিনজনের সংসারে

ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্য/ছবি : সংগৃহীত

বাংলাদেশের ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে বাংলাদেশি প্রবাসী, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য এবং ইলিয়াস যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্দেশ্যে তারা একটি রিসার্চ শুরু করার জন্য সময় চেয়েছেন এবং সমস্যা সমাধানে গভীরভাবে কাজ করবেন।

পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন, ‘তারা সবসময় বাংলাদেশের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের পক্ষের মানুষ। তারা তাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে এই সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।’ 

পিনাকী বলেন, "কামিয়াব হবো কিনা জানি না, কিন্তু আওয়াজ তুলবো জোরে।"

তাদের এই উদ্যোগ ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য একটি সুবিচারপূর্ণ বেতন কাঠামো প্রবর্তনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তারা আশা করছেন, এই কাজের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং কর্মচারীদের আর্থিক স্বার্থ সুরক্ষিত হবে।

মো. মহিউদ্দিন

×