ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফ্যাক্ট চেক

অমিত শাহ ও শেখ রেহানা ইস্যুতে সর্বশেষ যা জানা গেল

প্রকাশিত: ২০:০৫, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:০৮, ২২ জানুয়ারি ২০২৫

অমিত শাহ ও শেখ রেহানা ইস্যুতে সর্বশেষ যা জানা গেল

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “অমিত শাহের বিরুদ্ধে শেখ রেহানাকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ” শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।দাবি করা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ দাবিতে সময় টিভি ফটোকার্ড প্রকাশ করেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “অমিত শাহের বিরুদ্ধে শেখ রেহানাকে যৌন হয়রানীর চেষ্টার অভিযোগ” শীর্ষক শিরোনামে সময় টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ডিজাইনের আদলে  আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে সময় টিভির নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘১৭ জানুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভির ওয়েবসাইটে ও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনেও ভিন্নতা পরিলক্ষিত হয়। প্রচারিত ফটোকার্ডটির শিরোনামে ‘যৌন’ বানান ভুল রয়েছে, যা গণমাধ্যমের ফটোকার্ডে সাধারণত দেখা যায়না।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত ফটোকার্ডটিতে থাকা অমিত শাহ’র বিরুদ্ধে শেখ রেহানাকে যৌন হয়রানির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, অমিত শাহের বিরুদ্ধে শেখ রেহানাকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ শীর্ষক দাবিতে শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

সূত্র: রিউমর স্ক্যানার

ফুয়াদ

×