ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের তারুণ্যের উৎসবে উপদেষ্টা আসিফ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:১০, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৩, ২২ জানুয়ারি ২০২৫

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের তারুণ্যের উৎসবে উপদেষ্টা আসিফ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের সম্ভাবনা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ছাত্রীরা তার বক্তব্যে অনুপ্রাণিত হন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পিঠা উৎসব, যেখানে জনাব সজীব ভূঁইয়া পিঠা চেখে দেখেন। পিঠার বৈচিত্র্যে তিনি মুগ্ধ হন এবং এর প্রশংসা করেন। তারুণ্যের উৎসবের মাধ্যমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয় উপস্থাপিত হয়েছে।

জাফরান

×