বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের নবজাতক কন্যাকে সোনার আংটি উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতাকর্মীরা রাকিবের কন্যার নানার বাড়িতে এই উপহার পৌঁছে দেন।
গত ১৯ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যার নাম রাখা হয়েছে সাবরিনা বিনতে সিদ্দিকী। শহীদ রাকিবের সন্তানের জন্ম সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তারেক রহমান নবজাতকের জন্য সোনার আংটি ও অন্যান্য উপহার পাঠানোর নির্দেশ দেন।
উপহার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে নেতাকর্মীরা নবজাতকের নানার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার পুম্বাইল গ্রামে পৌঁছান। সেখানে নবজাতকের হাতে সোনার আংটি পরিয়ে দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।
সূত্র: https://youtu.be/fSt1v055WwU?si=tuuVnQac89zQl5z_
আশিক