ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিচার বানচালের অপচেষ্টা করছেন শেখ হাসিনা: তাজুল ইসলাম

প্রকাশিত: ১৮:০০, ২২ জানুয়ারি ২০২৫

বিচার বানচালের অপচেষ্টা করছেন শেখ হাসিনা: তাজুল ইসলাম

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিদ্বেষমূলক বক্তব্য তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এ ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালত বিটিআরসি-কে (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) শেখ হাসিনার অতীতে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, "বিদ্বেষমূলক বক্তব্য বা হেট স্পিচ সারা বিশ্বেই অপরাধ। সেগুলো বন্ধ করা জরুরি। বিদেশে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য সাক্ষীদের জন্য হুমকিস্বরূপ এবং এটি তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।"

এর আগে, জুলাই-আগস্ট গণহত্যার মামলার প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে হেট স্পিচ বন্ধের আদেশ দিয়েছিলেন আদালত। আদালত এ ধরনের বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন।

একই দিনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করা হয়েছে। আদালত জানিয়েছেন, এই বিচার কার্যক্রম চালানোর জন্য কোনো বাধা নেই।

সূত্র: https://www.channel24bd.tv/video/show/30231

আশিক

×