ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ বিমানে হামলার মেসেজটি এসেছিল পাকিস্তানি নাম্বার থেকে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৭:৪৮, ২২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ বিমানে হামলার মেসেজটি এসেছিল পাকিস্তানি নাম্বার থেকে

ছবিঃ সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়। হুমকির বার্তাটি একটি পাকিস্তানি নম্বর থেকে পাঠানো হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

হুমকির বার্তা বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল রুমে পাঠানো হয়। কন্ট্রোল রুমের কর্মীরা বার্তাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর বলেন,
“হোয়াটসঅ্যাপে বার্তা এসেছে, এটা পাকিস্তানি নম্বর থেকে পাঠানো হয়েছে। বার্তার ভিত্তিতে দুইটি ব্যাগ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে তল্লাশি শেষে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।”

ঘটনার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। ফ্লাইটটি অবতরণের পর বিশেষ বাহিনীর তল্লাশি চালানো হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভাগ সক্রিয় ভূমিকা পালন করে।

বোমা হামলার গুজবের বার্তা কোথা থেকে এবং কারা পাঠিয়েছে, তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে যাত্রীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হলেও, তল্লাশির পর নিশ্চিত করা হয় যে কোনো ধরনের হুমকি নেই।

সুত্রঃ https://www.youtube.com/watch?v=aQL1qiFzFTs&ab_channel=Channel24

জাফরান

×