ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন গোলাম মওলা রনি

প্রকাশিত: ১৫:১২, ২২ জানুয়ারি ২০২৫

বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন গোলাম মওলা রনি

ছবিঃ সংগৃহীত

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং আনসারের জন্য নতুন পোশাক চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন বিশিষ্ট রাজনীতিক ও লেখক গোলাম মওলা রনি। তার মতে, বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা নতুন পোশাক পরে জনসম্মুখে উপস্থিত হয়ে এ বিষয়ে জনগণের প্রতিক্রিয়া নেবার উদ্যোগ নিতে পারেন।

তিনি প্রস্তাব করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং আনসারের মহাপরিচালক (ডিজি) নতুন পোশাক পরে মডেল হিসেবে জনমতের ওপর একটি মূল্যায়ন আয়োজন করতে পারেন।

রনি আরও বলেন, “ইতিপূর্বে বিডিআরের (বর্তমান বিজিবি) পোশাক পরিবর্তনের সময় তৎকালীন ডিজি নিজেই নতুন পোশাক পরে প্রথম জনসম্মুখে আসেন। এবারও একইভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মডেল হিসেবে ভূমিকা পালন করলে জনগণের মতামত নেয়া সহজ হবে এবং পোশাক নির্বাচনের বিষয়টি আরও গ্রহণযোগ্য হবে।”

বাহিনীর নতুন পোশাক নিয়ে তার এমন মন্তব্য ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পোশাকের চূড়ান্ত নকশা করার আগে এই ধরনের জনমত যাচাইয়ের প্রস্তাব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়নে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1Gfft1z3fo/

মারিয়া

×