ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি মোবাইল ফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর আরোপিত কর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ডিজিটাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা এবং তরুণদের আধুনিক প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তুলতে মোবাইল ফোনের সিম/রিম কার্ড এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর আরোপিত বর্ধিত ও নতুন সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এসব সেবার জন্য গ্রাহকদের আর অতিরিক্ত খরচ বহন করতে হবে না।
এর আগে, গত ৯ জানুয়ারি ব্রডব্যান্ড সেবায় প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়, যা কার্যকর হলে ৫০০ টাকার সংযোগে গ্রাহকদের অতিরিক্ত ৭৭ টাকা ব্যয় করতে হতো।
অন্যদিকে, মোবাইল সেবার ক্ষেত্রে ৩ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর বেড়ে ২৮ টাকা ১০ পয়সার বদলে ২৯ টাকা ৮০ পয়সা হতো। ফলে সরকার প্রতি ১০০ টাকার রিচার্জ থেকে ৫৬ টাকা ৩০ পয়সা রাজস্ব সংগ্রহ করত।
সূত্র: বাসস
নাহিদা