মহিউদ্দিন রনি। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারিতে ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি বুধবার (২২ জানুয়ারি) তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে জুলাইয়ে আহত গাজী ভাই নামের একজনের চিকিৎসার অভাবের কথা তুলে ধরেন।
স্ট্যাটাসে রনি উল্লেখ করেন, ''আজ সকালেও জুলাইয়ের একজন গাজী ভাই চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট থেকে কল দিয়ে জানালো, 'ভাই ঠিক মত ট্রিটমেন্ট পাচ্ছি না'।'' তিনি আরও লেখেন, ''আপনারা বিনম্র হতে বললেন, হলাম। নির্লজ্জের মত বারবার বলতে বলতে চূড়ান্ত মাত্রায় আশাহত হলাম।''
উল্লেখ্য, মোহিউদ্দিন রনি দীর্ঘদিন ধরে নানান সামাজিক অসংগতি নিয়ে কাজ করে আসছেন এবং আলোচনায় রয়েছেন।
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাহিদা