আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) নিরলসভাবে কাজ করছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায়।
বুধবার (২২ জানুয়ারি) বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এই সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫-এর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি মাছউদ জানান, সুষ্ঠু ও নির্ভুল ভোট উপহার দেওয়া নির্বাচন কমিশনের অঙ্গীকার। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে সঠিক নির্দেশনা দেন এবং নিশ্চিত করেন যে, ভুয়া ভোটারের উপস্থিতি প্রমাণিত হলে তা বাতিল করা হবে।
তিনি আরও বলেন, সঠিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে কমিশনের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সরকারের নির্বাচন নয়, তারা জাতীয় নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরিতে মনোযোগ দিচ্ছে।
এ উদ্যোগের মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়ে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়।
আফরোজা