ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১৬ বছর পর কারামুক্ত ১৭৮ বিডিআর জওয়ান!

প্রকাশিত: ১২:২১, ২২ জানুয়ারি ২০২৫

১৬ বছর পর কারামুক্ত ১৭৮ বিডিআর জওয়ান!

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে করা বিস্ফোরক মামলায় জামিন হওয়া বিডিআরের ১৭৮ জনের মুক্তি হবে আজ। 
জামিন নামা কারাগারে পৌছালে ১৬ বছর পর আজ তারা মুক্ত হবেন। 

মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল কারাগারের বিচারক ইব্রাহিম মিয়ার আদালত জামিন প্রাপ্ত আসামিদের তালিকা প্রকাশ করেন।
 
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় দুইটি মামলা হয়। তবে সাজা ভোগ শেষ হলেও বিস্ফোরক মামলায় এখনো আটকে আছেন ৪৬৭ জন।

যাদের মধ্যে ১৭৮ জনের কারামুক্তি হবে আজ। 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=S8POhHSQC9k

শিলা ইসলাম

×