ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৫ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:৪০, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:০৬, ২২ জানুয়ারি ২০২৫

৫ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের!

চাকরিজীবী

শীতে প্রিয় জনের সঙ্গে সময় কাটাতে অথবা পরিবার নিয়ে কোথাও ঘুরে আসতে চাচ্ছেন? কিন্ত সময় পাচ্ছেন না? ইচ্ছে থাকলেও অফিস খোলা থাকায় যেতে পারছেন না! এবার সুখবর চলে এলো আপনার জন্য! একটু বুদ্ধি খাটালে চলতি মাস জানুয়ারিতে ৫ দিনের লম্বা সময় অনায়াসেই অফিস থেকে ছুটি নেওয়ার সুযোগ আপনার জন্য। 

বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার পবিত্র শবে মেরাজের ছুটি। এবার ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি হলো শুক্রবার ও শনিবার। যেখানে ছুটি দেওয়া প্রতিষ্ঠানের চাকরিজীবীরা ২৯ ও ৩০ জানুয়ারি মানে বুধবার-বৃহস্পতিবার ছুটি নিলে অনায়াসেই আপনার ৫ দিনের ছুটি হয়ে যাচ্ছে। 

এদিকে, মধ্যপ্রাচ্যের কিছু দেশ শবে মেরাজের ছুটি পিছিয়ে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এসব দেশে সরকারি ২ দিন ছুটির সঙ্গে আরও একদিন যোগ করে তারা একসঙ্গে ৩ দিনের ছুটি ভোগ করবেন।

কুয়েত জানায়, যদিও শবে মেরাজ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ২৭ জানুয়ারি পড়ে। কিন্তু কুয়েতি মন্ত্রিসভা একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি দিতে বৃহস্পতিবার দিনটিতে এটি পুনঃনির্ধারণ করেছে। এই সময়ে সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ২ ফেব্রুয়ারি রবিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া, জরুরি সেবা প্রদানকারীরা প্রয়োজন অনুসারে তাদের ছুটির সময়সূচী সমন্বয় করবে।

এম হাসান

×