ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমি কখনোই টাকার লোভ করিনি

প্রকাশিত: ১১:০৭, ২২ জানুয়ারি ২০২৫

আমি কখনোই টাকার লোভ করিনি

ছবি: সংগৃহীত

আলোচিত নারী উদ্যোক্তা ও ফ্যাশন ব্র্যান্ড “সানভীস বাই তনি”-এর প্রতিষ্ঠাতা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন সম্প্রতি মারা গেছেন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির বিভিন্ন পোস্ট, মন্তব্য, ভিডিও ভাইরাল হচ্ছে।

এমনই এক পোস্ট ভাইরাল হয় যেখানে নিজের স্বামীর চিকিৎসার জন্য কিভাবে টাকার ব্যবস্থা করছেন তা  উঠে আসে। নেটিজেনরা তনির এই পোস্ট শেয়ার করে তনির প্রশংসা করেছেন। তনি সেই ফেসবুক পোস্টে জানিয়েছেন জীবনের প্রথমবারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন তার স্বামীকে ব্যাংককে চিকিৎসা করানোর উচ্চ ব্যয়ের চাপ সামাল দিতে।

তনি বলেন, “আমি কখনোই টাকার লোভ করিনি। আমার ব্যবসার বাইরে কোনো কোম্পানির জন্য প্রমোশন করতে রাজি হইনি। বরং নতুন ও ছোট উদ্যোক্তাদের জন্য ফ্রিতে প্রমোশন করেছি। কিন্তু এখন পরিস্থিতি আমাকে নিরুপায় করে তুলেছে। আমি জীবনের প্রথমবারের মতো তিনটি ভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, তিনি কখনোই টাকার জন্য তার নীতি বিসর্জন দেননি। অতীতে বেশ কিছু বড় ব্র্যান্ড থেকে মোটা অঙ্কের অফার পেলেও তা ফিরিয়ে দিয়েছেন।

তনি তার এই সিদ্ধান্তে সমালোচনা হতে পারে বলেও প্রস্তুত। তিনি বলেন, “অনেকে হয়তো বলবেন, এটা টাকার জন্য একটা নতুন ধান্দা। কিন্তু আমি জানি আমার স্বামীর চিকিৎসার জন্য এই টাকা প্রয়োজন। আমি কারো কাছে সাহায্য চাইছি না। নিজের পরিশ্রম আর যোগ্যতার বিনিময়ে কাজ করব।”

তিনি স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক চ্যালেঞ্জ, ভোক্তা অধিকারের সাথে ঝামেলা, বন্যা ও শোরুম লুটপাটের মতো নানা পরিস্থিতি তাকে বিপর্যস্ত করেছে।

তনি আরও বলেন, “আমার নিজের ব্র্যান্ড থেকে যা আয় করি, আমি তাতেই সন্তুষ্ট ছিলাম। কিন্তু আমার স্বামীর চিকিৎসার বড় খরচ আমাকে বাধ্য করেছে। আমি আল্লাহর উপর ভরসা রেখে কাজ করব এবং যেসব ব্র্যান্ডের জন্য কাজ করব তাদেরও লাভবান করব।”

তনি তার পোস্টে আরও বলেন, “যারা বলেছিলেন আমি নাকি টাকার জন্য বয়স্ক একজনকে বিয়ে করেছি, তাদের জানিয়ে দিতে চাই, আমি সবসময় আত্মনির্ভরশীল। আমি কারো কাছে সাহায্য চাই না, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চাই।”

নাহিদা

×