ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিতে প্রয়াত এইচ টি ইমাম ছিলেন এক প্রভাবশালী ও বিতর্কিত নাম। একসময় আমলা হিসেবে কর্মরত থাকা এইচ টি ইমাম চাকরি থেকে অবসর নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পান। এরপর আর পেছনে তাকাতে হয়নি। দীর্ঘ ১২ বছর ধরে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি।
এইচ টি ইমাম শুধু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রাখেননি, বরং ২০০৮, ২০১৪, এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তিনি ছিলেন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম।
তবে ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা থাকাকালীন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, বদলি, ও পদোন্নতির ক্ষেত্রে ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে তুমুল আলোচনা হয়। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে প্রশাসনিক অনেক সিদ্ধান্তে অর্থ লেনদেনই ছিল মুখ্য।
২০২১ সালে মৃত্যুর আগে পর্যন্ত এইচ টি ইমাম বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিভিন্ন কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নতুন করে আলোচনায় আসে।
মারিয়া