বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার সকাল ৯টা ২০ মিনিটে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এই আতঙ্কের কারণে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
এ সময় বিমানে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন। অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনে। বর্তমানে বিমানটির ভিতরে বোমা অনুসন্ধান চলছে।
আফরোজা