ছবি: সংগৃহীত
ভারতীয় সম্প্রচার মাধ্যম রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন তার আলোচনা অনুষ্ঠানে আনেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী তারিকুল ইসলামকে। আলোচনা অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দুজনকে হুমকি ভারত ও বাংলাদেশ দখল ও মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিতে দেখা যায়।
বাংলাদেশের তারিকুল বলেন, আমি আপনাকে বলি ময়ূখ, শেখ হাসিনাকে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং ভারত বাংলাদেশ নিয়ে নানা ভুয়া সংবাদ ছড়াচ্ছে।
তখন তারিকুল ইসলামকে কথা না বলতে দিয়ে ময়ূখ রঞ্জন উত্তেজিত হয়ে বলেন, ভূট্টা চুরি করতে আসেন কেন ভারতে, নিজ দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন, এটি আপনাদের স্বাধীনতা?
ময়ূখ আরো উত্তেজিত হয়ে বলে, দেশ চুরি করে নিবো৷
তিনি আরো তারিকুলের উদ্দেশ্য বলেন, আবার গ্যাসের ঔষধ খেতে ভুলে গেছে।
তারিকুল আরো চিৎকার করে বলেন, ভারতকে মানচিত্র থেকে মুছে দিবো। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম যদি বাংলাদেশে আর একটা লাশ পড়ে,এই রাজ্যগুলোকে শ্মশানঘাট বানিয়ে ফেলবো। ফুটবল খেলার মাঠ বানাবো।
পরে তারিকুল বলেন, আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না। ময়ূখ আবার বলেন, মোহাম্মদ ইউনূস দেশকে চালাতে পারছেন না।
নাহিদা