ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যাদের সংসার টেকে না তারাই নাকি ভালোবাসার দোকানদার

প্রকাশিত: ০৯:১৮, ২২ জানুয়ারি ২০২৫

যাদের সংসার টেকে না তারাই নাকি ভালোবাসার দোকানদার

ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি তার এক বক্তব্যে উল্লেখ করেন অবৈধ সম্পর্ক, হারাম রিলেশনকে যারা প্রচার করে তাদের জীবনেই ভালোবাসাই ব্যর্থ।

তিনি বলেন, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন ও বাবা-মার অবাধ্য হওয়া, পড়াশোনা, ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া, ইমান-আমল শেষ করে দেওয়া, তারুণ্য শেষ করে দেয় তারাই দেশের তারুণ্যের সবচেয়ে বড় শত্রু। এদেশে যত আত্নহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে। যত সংসার ভেঙেছে, যত বাচ্চারা পিতা-মাতার স্নেহহারা হয়েছে এসব কিছুর জন্য বিবাহবহির্ভূত ভালোবাসার আসামী। এরা কেউ এসমস্ত অপরাধের দায় এড়াতে পারেনা। 

তিনি আরো বলেন, এরা আপনাকে সকাল-বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা-মায়ের অবাধ্য হয়েও নিজের অবৈধ সঙ্গীর হাত ধরে চলে যেতে হয় এগুলোকে তারা ইতিবাচকভাবে দেখাবে। প্রেমের যারা প্রশিক্ষক তাদের জীবনে দেখবেন ৬-৭ টি করে হয়েছে। এরা নিজেরাই ব্যর্থ, আপনাদের কি শিখাবে। যত ঢাকঢোল পিটিয়ে এদের বিয়ে হয়,তত ঢাকঢোল পিটিয়ে ভাঙে।

তিনি আরো বলেন, ইসলামি দণ্ডবিধির সবচেয়ে করুণ ও কঠোর শাস্তির কথা বলা হয়েছে। আপনারা ভাবছেন দুজন মানুষ সম্মত হয়ে করছেন, তাহলে এত নির্মম শাস্তি কেন। কারণ তারা সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে। মানবসভ্যতা হারিয়ে যাবে তাদের জন্য। পশ্চিমা সংস্কৃতিতে বাচ্চা জন্ম দেওয়ার যে ইচ্ছা তা অনেক কম। তাদের জন্মহার অনেক কম।

নাহিদা

×