ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখ, আমাদের সাথে যোগাযোগ কর: মুফতি ক্কাজী ইব্রাহিম

প্রকাশিত: ০৮:৩৫, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৩৬, ২২ জানুয়ারি ২০২৫

তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখ, আমাদের সাথে যোগাযোগ কর: মুফতি ক্কাজী ইব্রাহিম

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি মুফতি ক্কাজী ইব্রাহিম বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু চাঞ্চল্যকর দাবি করেছেন।  একটি বার্তায় তিনি উল্লেখ করেন, “তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখ, আমাদের সাথে যোগাযোগ কর। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে। তোমরা আগেও জানতে না যে কিভাবে চেঞ্জ হবে। তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে, কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে। শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম। সমাপ্তি হলো, আবার দেশে প্রবেশ করেছি, আলহামদুলিল্লাহ। অতীতের গুড়োগাড়ি মার্কা দল, দলীয় নীতি দিয়ে তোমরা ক্ষমতা পাইবা না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে আমাদের সাথে দেখা করতে হবে।”

তিনি আরও দাবি করেন যে, বর্তমান সংবিধান পরিবর্তনের পথে এবং নতুন সংবিধান তাদের দল প্রদান করবে। তার বক্তব্য অনুযায়ী, “এবারের সংবিধান কাজিরা দেবে। দিয়েছি ছাত্রশিবিরের সম্মেলনে সংবিধান একটা। এটাকে পরির্মাজিত করে বর্ধিত করে দিব ইনশাআল্লাহ।”

এই বক্তব্যগুলো সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক পরিবর্তনের আভাস হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার অংশ মনে করছেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/p7I_KXuMSuo?si=GHMf7O8InK7TFLwJ

মারিয়া

×