ছবি : সংগৃহীত
পিলখানা হত্যাকাণ্ড মামলায় কারাবন্দি থাকা ১৭৮ সাবেক বিডিআর সদস্যের জামিন আদেশে সই করেছেন বিচারক। এতে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত রোববার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্ত ব্যক্তিরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পান। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের দাবি জোরালো হচ্ছে। গত ১৯ ডিসেম্বর শহীদ পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে অভিযোগ জানান।
পুনঃতদন্তের লক্ষ্যে ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনকে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মো. মহিউদ্দিন