অধ্যাপক সলিমুল্লাহ খান
বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ড. কামাল হোসেনরা ৭২ এ যে সংবিধান দিয়েছিলেন সেখানে বলা ছিল সার্বভৌমত্ব হচ্ছে সংসদের, এটা ভুল কথা। সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা। আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের অটোবি সেন্টারের সেলিব্রিটি কনভেনশন হলে জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক থানা প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সলিমুল্লাহ খান আরো বলেন, এই জনগণই ক্ষমতার কেন্দ্র। আর উৎস বলতে বোঝায় ক্ষমতা। আপনি ক্ষমতা কাকে চালানোর জন্য দিলেন। এখানে বুঝতে হবে কোন ক্ষমতা। আপনি মালিকানা কাউকে দেন না। আপনি ম্যানেজারি করার ক্ষমতা দেন। আর রাষ্ট্রে যারা সংসদে নির্বাচিত হন তারা হচ্ছে বড়জোর ম্যানেজার। দেশের জনগণ অর্থাৎ মালিকরা তাদের নিয়োগ দেন এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে মালিকের অধিকার আছে তাদের চাকরি থেকে বহিষ্কার করার। আর এটাই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব।
তিনি বলেন, সার্বভৌমত্ব কখনো এক বা দুই ব্যক্তির হয় না। বাংলাদেশের সমস্ত ১৮ কোটি জনগণ মিলেই হচ্ছে সার্বভৌমত্ব। আর আমরা সার্বভৌমত্ব এতদিন এক ব্যক্তি বা পরিবারের হাতে তুলে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভুল বা ব্যর্থতা।
সূত্র: https://www.youtube.com/watch?v=7MR7W9bCdTU
আশিক