ছবি: জনকন্ঠ
গাজীপুরে ঝুটের ৩টি গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় পৌণে ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মালামালসহ ওই গুদামগুলো পুড়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মহানগরীর কোনাবাড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহানগরীর কোনবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুটের বেশ কয়েকটি গুদাম রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝুটের একটি গুদামে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী আরো ২টি গুদামে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি স্টেশনের ২টি, ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের একটি ও জয়দেবপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থল এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় খানিকটা দুরের একটি কারখানা থেকে পানি আনতে হচ্ছে। এতে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌণে ২ঘন্টা চেষ্টার পর রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, আগুন পুরোপুরি নেভাতে আরো বেশ কিছুটা সময় ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। আগুনে মালামালসহ ওই গুদামগুলো পুড়ে গেলেও প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।
তাবিব