ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশে রয়েছে ২০ হাজার অবৈধ ভারতীয়, নতুন ষড়যন্ত্রের আভাস!

প্রকাশিত: ১৯:৫৫, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:১৮, ২১ জানুয়ারি ২০২৫

দেশে রয়েছে ২০ হাজার অবৈধ ভারতীয়, নতুন ষড়যন্ত্রের আভাস!

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক ভারতের। প্রায় ৩৮ হাজার ভারতীয় দীর্ঘদিন ধরে অবস্থান করেছে বাংলাদেশে। এসব ভারতীয়দের বড় অংশ বিশেষ এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে অনেকদিন ধরেই। কি সেই এজেন্ডা সেটি নিয়েও চলছে জল্পনা-কল্পনা। 
কাজ করার অনুমতি ছাড়াই বাংলাদেশে অবস্থান করতে পারছেন অনেক বিদেশি নাগরিক। আইনি দুর্বলতা ও বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের কোনো তথ্যভাণ্ডার না থাকায় বিনা বাধায় তারা বাংলাদেশে অবস্থানের সুযোগ পাচ্ছেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের এক বৈঠকে পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে জানানো হয়, তখন পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭ জন। এদের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি ৩৭ হাজার ৪শ ৬৪ জন। কথা উঠেছে, অন্যান্য দেশের নাগরিক বাংলাদেশ ছাড়লেও ভারতীয় নাগরিকদের সংখ্যা আরো বেড়েছে। 
সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ২০২৪ সালে অক্টোবর পর্যন্ত দেশে অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ৪৯ হাজার ২শ ৬৬ জন। অবৈধ নাগরিকের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি আছে। এই অবৈধদের নিয়েই যত মাথাব্যথা। অনেকেই দাবি করছেন, অবৈধদের মধ্যে ভারতীয় যারা আছেন তারা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। জুলাই গণঅভ্যুথানেও ভারতীয় 'র' এজেন্টদের উপস্থিতি নিয়ে কথা উঠেছে। 
স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ে এখনো যারা দেশ ছাড়েনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বিদেশি নাগরিকরা দেশে বসবাস করে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ নিচ্ছে যা বাংলাদেশের স্থানীয় বাজার ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাবও ফেলছে।

ভিডিও লিংক: https://youtu.be/1gSaiKI034o?si=kHiVPZ1ne4GgVZKt

নাহিদা

×