ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, হাসিনা সরকারের আমলে ভারতের স্যাটেলাইট চ্যানেলগুলো নির্বিঘ্নে এই দেশে অনুমতি দেয়া হয়েছে। ভারতের যে পরকীয়া সেটা মনে হচ্ছে বাংলাদেশে আমদানি করা হয়েছে।
বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে তিনি আরো বলেন, বাংলাদেশে আগে পরকীয়া বা অনৈতিক সম্পর্ক এতটা প্রকট ছিল না, যা এখন ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। ভারতীয় গণমাধ্যমে পরকীয়া খুবই সাধারণ ভাবে দেখানো হয়, যা বাংলাদেশের মানুষের মাঝেও প্রভাব ফেলেছে ধীরে ধীরে। ১০০ জন মানুষ দেখলে অন্তত ১০ জন প্রভাবিত হয়েছে। যার ফলে সংসারে অশান্তি ও ডিভোর্স খুব সাধারণ হয়ে গেছে দেশে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ভারত দীর্ঘ সময় ধরে যে ষড়যন্ত্র করে আসছে, এ ধরনের ষড়যন্ত্র ভারত অন্য কোন রাষ্ট্রকে নিয়ে কখনোই করতে পারেনি। কারণ হাসিনা সরকারের মতো অন্য দেশের সরকার কখনোই এতটা নতজানু ছিল না। ভারত যেই সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশে চালিয়েছে তার প্রভাব অনেক বেশি। বাংলাদেশের সংস্কৃতি ভারতের সংস্কৃতি থেকে অনেকটাই প্রভাবিত হয়েছে গত ১৬ বছরে।
বাংলাদেশে এই যে সাংস্কৃতিক পরিবর্তন, ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন এর পিছনে ভারতীয় গণমাধ্যম গুলোই দায়ী। বর্তমান সরকারের উচিত একটি তদন্ত কমিটি গঠন করে ভারতের এইসব গণমাধ্যম বন্ধ করে দেয়া, কারণ সম্পর্ক হবে নাজ্যতার ভিত্তিতে। আমাদের গণমাধ্যম তো তাদের দেশে অবাধে চলতে পারে না এভাবে।
রিফাত