ছবি: সংগৃহীত
আরাকান আর্মিকে নিয়ে সীমান্তে বিপদ শুরু হয়েছে। বাংলাদেশের চারটি পণ্যবাহী কার্গো জাহাজ আটকের পর এখন থেকে আরাকান আর্মি কমিশন চায় বলে খবর এসেছে।
সীমান্তে মিয়ানমারের প্রায় ২৭০ কিমি এলাকার দখল এখন আরাকান আর্মির হাতে। রাখাইনের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে নাফ নদে মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সশস্ত্র বিদ্রোহীরা। যার প্রভাব টেকনাফ কেন্দ্রিক সীমান্ত বাণিজ্যেও।
চলতি বছরের জানুয়ারিতে এখন পর্যন্ত সেখানে নোঙর করেনি মিয়ানমারের কোনো পণ্যবাহী জাহাজও। উল্টো বাংলাদেশে আসার পথে চার কার্গো জাহাজ আটকে নতুন জল্পনা উসকে দিল বিদ্রোহীরা।
যদিও বহু চেষ্টা-তদবিরের পর চারটির মধ্যে তিনটি জাহাজকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। তবে গুঞ্জন রটেছে নিজেদের দখলকৃত সীমান্ত এলাকায় বাণিজ্যে এবার কমিশন দিতে হবে মিয়ানমারের বিদ্রোহীদের।
যার কারণে পণ্যভর্তি কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটাচ্ছে তারা। বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলছে পণ্যবাহী চারটি কার্গো আরাকান আর্মির কব্জায় যাওয়াও পর থেকে ওইদিকের ব্যবসায়ীরা ভয়ে আছেন। কারণ জাহাজগুলোতে থাকে কোটি কোটি টাকার পণ্য।
সেখান থেকে আরাকান আর্মি কমিশন চাইলে চিন্তার বিষয়। শুধু তাই নয়, এর আগে থেকেই মিয়ানমারে সংঘাতের কারণে ব্যবসায়ীদের পণ্য আসা কমেছিল। বর্তমান অচল অবস্থার অবসান না ঘটলে টেকনাফ থেকে মুখ ফিরিয়ে নিবেন ব্যবসায়ীরা।
শিহাব