ছবিঃ সংগৃহীত
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উস্কানিমূলকভাবে সাউন্ড গ্রেনেড ও টিআর গ্যাস নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক সীমান্তে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে স্পষ্ট দেখা গেছে, এক বিএসএফ সদস্যের হাতে সাউন্ড গ্রেনেড।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এ হামলার ছবি ব্যাপকভাবে আলোচনায় এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এ ধরনের সংঘর্ষ ও সহিংস আচরণ। বিশেষত, বিএসএফ সদস্যের হাতে গ্রেনেডসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
এই ঘটনা সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের আক্রমণ কেবল মানবিকতা নয়, আন্তর্জাতিক সম্পর্কের জন্যও অত্যন্ত উদ্বেগজনক।
মারিয়া