ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকা মেডিকেলে ওষুধ চুরির সময় আটক ১

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪১, ২১ জানুয়ারি ২০২৫

ঢাকা মেডিকেলে ওষুধ চুরির সময় আটক ১

ছবি: জনকন্ঠ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ওষুধ চুরির সময় আনসার সদস্যদের হাতে এক চোর আটক হয়েছেন। আটককৃত ব্যক্তির নাম ফরহাদ হোসেন (৪৪)। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়।

হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার সেলিম উদ্দিন জানান, বহির্বিভাগে বড় একটি ব্যাগ নিয়ে বের হওয়ার সময় ওই ব্যক্তিকে সন্দেহ হয়। আনসার সদস্যরা তাকে ডাক দিলে সে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে দৌড়ে তাকে ধরা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ইনজেকশনের ডিস্টিল ওয়াটার ভর্তি চারটি কার্টুন পাওয়া যায়। এরপর তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

 

ফরহাদ হোসেন দাবি করেন, তিনি হাসপাতালের কেউ নন। তার পূর্ব পরিচিত ২২০ নম্বর ওয়ার্ডের সরকারি ওয়ার্ডবয় সুমন তাকে চারটি কার্টন ওষুধ দিয়ে বাইরে নিয়ে যেতে বলেন। তবে বাইরে যাওয়ার আগেই তিনি ধরা পড়েন।

অপরদিকে, অভিযুক্ত ওয়ার্ডবয় সুমন জানান, তিনি ২২০ নম্বর সার্জারি ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। ফরহাদ তার পূর্ব পরিচিত। তবে এই প্রথমবার তিনি ফরহাদের কাছে দুই কার্টুন ডিস্টিল ওয়াটার দিয়েছেন। বাকি দুই কার্টুন ফরহাদ কোথা থেকে পেয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

 

আটক ফরহাদ হোসেনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তাবিব

×