ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না: ফখরুল

প্রকাশিত: ১৮:১৪, ২১ জানুয়ারি ২০২৫

অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না: ফখরুল

ছবিঃ সংগৃহীত

দেশের ক্রান্তিকালে অতিবিপ্লবী চিন্তাভাবনা বা নৈরাজ্য সৃষ্টির মতো কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ দেশের এই ক্রান্তিকালে অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না। নৈরাজ্য সৃষ্টি হয় এমন কোন কাজ করা যাবে না।"

তিনি বলেন, ন্যূনতম সংস্কারের পর নির্বাচন চায় তার দল। রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “সরকার অনেক সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কার নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আমরা এর প্রতিবাদ জানাই এবং শিক্ষার প্রতি আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “আমাদের দলের লক্ষ্য কোনো অস্থিরতা সৃষ্টি করা নয়, বরং একটি সুশৃঙ্খল ও কার্যকর আন্দোলনের মাধ্যমে দেশের সঠিক পথ খুঁজে পাওয়া। এ জন্য একটি শক্তিশালী সংস্কার কার্যক্রমের প্রয়োজন।”

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও বর্তমান শিক্ষাব্যবস্থা, সংস্কার এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। উপস্থিত সকলেই শিক্ষার প্রতি উপেক্ষা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মারিয়া

×