ছবি: সংগৃহীত
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফস্থ বাহারছড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপীয়া নামক স্থানে পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী কয়েকটি ঘরে জমায়েত হওয়ার তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অপরাধী চক্রটি নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ সদস্যরা ০১ জন মানব পাচারকারী, ০২ জন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন বাস্তুচ্যুত মায়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
JF