ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

দর বাড়া‌তে কৃ‌ত্রিম মুনাফা দেখিয়েছে মুন্নু সিরামিক

প্রকাশিত: ১২:০৫, ২১ জানুয়ারি ২০২৫

দর বাড়া‌তে কৃ‌ত্রিম মুনাফা দেখিয়েছে মুন্নু সিরামিক

ছবি: সংগৃহীত।

শেয়ার দর বাড়ানোর লক্ষ্যে মুন্নু সিরামিক ২০২৩-২৪ অর্থবছরে প্রকৃত লোকসানকে মুনাফা হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে।

কোম্পানিটি ওই অর্থবছরে শেয়ারপ্রতি ০.৩৯ টাকা মুনাফা দেখিয়ে মোট ১ কোটি ৪৭ লাখ টাকার নিট মুনাফা ঘোষণা করেছে। তবে নিরীক্ষকদের মতে, ভ্যাট, আয়কর, এবং পাওনা টাকার বিপরীতে সঞ্চিতি ব্যয় না দেখিয়ে এই কৃত্রিম মুনাফা প্রদর্শন করা হয়েছে।

মুনাফা প্রকাশের পর কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৭ জানুয়ারির ৬০.৬০ টাকার শেয়ার ২০ জানুয়ারিতে ৮১ টাকায় পৌঁছেছে। অর্থাৎ, গত ৯ কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ২০.৪০ টাকা বা ৩৪ শতাংশ।

নিরীক্ষকরা জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৩০ কোটি ২৭ লাখ টাকার পণ্য বিক্রি দেখালেও ভ্যাট রিটার্ন অনুযায়ী বিক্রির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৬ লাখ টাকা। এর ফলে ভ্যাট রিটার্ন থেকে ৫ কোটি ৯১ লাখ টাকার বেশি বিক্রি দেখানো হয়েছে, যার ওপর প্রযোজ্য ভ্যাট ব্যয় ৮৮ লাখ টাকা হিসাব করা হয়নি।

এছাড়া, নতুন আয়কর আইন অনুযায়ী আয়কর গণনা করা হয়নি এবং ২০২২-২৩ অর্থবছরের জন্য রাজস্ব বোর্ড কর্তৃক ধার্যকৃত ৪৫ লাখ টাকার অতিরিক্ত আয়করও ব্যয়ের তালিকায় যোগ করা হয়নি।

গ্রাহকদের কাছে ৩৬ মাসের বেশি সময় ধরে পড়ে থাকা ১ কোটি ৯৯ লাখ টাকার পাওনা আদায়ের সম্ভাবনা ক্ষীণ হলেও কোম্পানিটি কোনো সঞ্চিতি গঠন করেনি।

নিরীক্ষকরা জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে কোম্পানির পণ্য রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া ৮ কোটি ৫ লাখ টাকার ওয়েস্টেজ বিক্রি করা হলেও, বিক্রয় কার্যক্রমে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। অধিকাংশ লেনদেন নগদে হওয়ায় আয়কর আইন লঙ্ঘিত হয়েছে।

মজুদ পণ্যের বিষয়ে কোম্পানিটি ৪১ কোটি ৭৪ লাখ টাকার তথ্য প্রদান করলেও, ক্যাটাগরি-ভিত্তিক কোনো বিশদ তথ্য সরবরাহ করতে পারেনি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন যাচাই-বাছাই করে অসঙ্গতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে বিনিয়োগকারীদের মালিকানা ৬২.৫৭ শতাংশ। সোমবার (২০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ছিল ৮১ টাকা।

সায়মা ইসলাম

×