ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সরকারী অনুদান পেতে স্বামীকে মৃত দেখিয়ে মামলা!

প্রকাশিত: ১১:৫৪, ২১ জানুয়ারি ২০২৫

সরকারী অনুদান পেতে স্বামীকে মৃত দেখিয়ে মামলা!

ছবি: সংগৃহীত

২০২৪ সালের আগস্ট মাসের ৬ তারিখে একটি লাশ কবরে দাফন করা হয়, যার পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কর্তৃপক্ষ বলছে, তারা কোনো ধরনের চিহ্ন না জেনেই স্থানীয় কিছু মানুষজনের সহায়তায় লাশটি দাফন করেন। তার পরে শুরু হতে থাকে নতুন একটি অধ্যায়।

এই কবরে নিহত অজ্ঞাত ব্যক্তিকে নিজের স্বামী পরিচয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন মানিকগঞ্জের কুলসুম বেগম। তার স্বামীর নাম আল আমিন। এবার একটু কক্সবাজার যাওয়া যাক। যে স্বামীকে মৃত দেখিয়ে কুলসুম আশুলিয়া থানায় মামলা করেছিলেন সেই বাদিকে গত ২১ নভেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ। সাথে ছিলেন রুহুল আমিন আর সফিকুল নামে দুই ব্যক্তিও। মামলার বাদি কেন আটক হলেন? এর জবাব জানতে ফিরে যেতে হবে ১০ নভেম্বরে।

যে স্বামীকে মৃত দেখিয়ে মামলা করেন কুলসুম হঠাৎ হাজির হন সিলেটের দক্ষিণ সুরমা থানায়। আল আমিন বলেন,  এক ভাই আমার ফোন দিয়ে মামলার বিষয়ে বলেন, মামলার বিষয়ে আমি কিছুই জানতাম। মামলায় বলছে যে, আমি পাঁচ তারিখে আন্দোলনে মারা গেছি। আমাকে মৃত সাজিয়ে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে।

বাণিজ্যের উদ্দেশ্যে মামলা করার কারণে কুলসুমকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া রুহুল আমিনের বাসাতেই ভাড়া থাকতেন কুলসুম। আর তাঁর কথাতে আদালতে এই মিথ্যা মামলা করেছিলেন মানিকগঞ্জের কুলসুম।

কুলসুম বলেন, আমাকে বলা হয়েছে বাদী হয়ে তুমি জাস্ট মামলা করবা। আমি উকিলের সাথে কোনো ধরণের কথা বলিনি। উনার সব কিছু বানিয়েছে৷ আমি আমার কোনও কথাই জিজ্ঞেস করা হয় নাই। আমি তো এত কিছু বুঝি না মামলার বিষয়ে। মামলার আসামিদের ১ জনের নাম পর্যন্ত এখনও পর্যন্ত জানি। 

এই মিথ্যা মামলার আসামিদের কী অবস্থা হয়েছিল। একজন বলেন, আমি ছিলাম বাইরের দেশে। আমি প্রায় দেড় বছর বাইরে বাড়িতেই ছিলাম না। তার মধ্যে আমার নামে ১টি মিথ্যা দিয়েছে। এই মামলাগুলিতে কোর্ট থেকে জামিন দিচ্ছে না, পালিয়ে বেড়াতে হচ্ছে। 

অন্যজন বলেন, আমাদের নামে হয়রানিমূলক মামলা হইছে, আমরা বাইরে বাইরে ঘুরিতেছি।এগুলা খুব দুঃখজনক।

লিংক:-https://www.youtube.com/watch?v=O283yv3jqeA

রাসেল

সম্পর্কিত বিষয়:

×